মর্ডান আইটির শর্ত, গোপনীয়তা নীতি ও কমেন্ট পলিসি এবং সমস্ত নীতিমালা
মডান আইটি কি?
মর্ডান আইটির কপিরাইট নীতি
01. মর্ডান আইটির ওয়েবসাইটে প্রকাশিত সকল কনটেন্ট বা ব্লগ পোস্টের এর স্বত্বাধিকারী কেবলমাত্র মর্ডান আইটি নিজেই। যেকোনো উদ্দেশ্যে বা কোন মাধ্যম অবলম্বন করে মর্ডান আইটির কোন কনটেন্ট সম্পূর্ণ কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে একটি কন্টেন্ট অর্থাৎ পেজ বা পোস্টের অংশবিশেষ যদি কপি করে অন্য কোথাও প্রকাশ করা হয় সেক্ষেত্রে অবশ্যই মর্ডান আইটিকে DoFollow লিংকযুক্ত করে ক্রেডিট দিতে হবে।
02. মর্ডান আইটি এ প্রকাশিত ব্লগ পোস্টগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন বাংলা অথবা ইংরেজি সোর্স থেকে ভাবানুবাদ করে লেখা হয় এমত অবস্থায় যদি আমাদের কোন কন্টেন্ট এর লেখা কাকতালীয়ভাবে আপনার কোন সোরসের সঙ্গে মিলে যায় তবে আপনি আমাদের এডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনি না চান যে আপনার কনটেন্ট এর কোন অংশ মর্ডান আইটির ওয়েবসাইটে প্রকাশিত হোক এক্ষেত্রে।
03. তাছাড়া মর্ডান আইটির কোন ব্লগ রাইটার যদি আপনার কোন কন্টেন্ট হুবহু সম্পন্ন কপি করে নিয়ে মর্ডান আইটির ওয়েবসাইটে প্রকাশ করে আর আপনার ওয়েবসাইটকে বা আপনাকে উপযুক্ত ক্রেডিট না দেয় এবং আপনি যদি না চান যে আপনার উক্ত আর্টিকেলের কোন অংশ বিশেষ অন্য কোথাও পাবলিশ হোক এক্ষেত্রে মর্ডান আইটির ওয়েবসাইট এডমিনকে অবহিত করুন।
মর্ডান আইটির গোপনীয়তা নীতি
01.মর্ডান আইটির ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোনো ইনফরমেশন সেটা হতে পারে আপনার নাম, ইমেইল এড্রেস, আপনার মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিংক অথবা ব্যক্তিগত কোন পাসওয়ার্ড এইসব তথ্যগুলো সুরক্ষিত রাখা হয়। কিন্তু এই তথ্যগুলো 100% সুরক্ষার নিশ্চয়তা মর্ডান আইটি দেয় না।
02. আমরা মর্ডান আইটির ওয়েবসাইটে বিজ্ঞাপন সরবরাহ করতে এবং মর্ডানআইটির ট্রাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি। আপনার পছন্দের বিষয়গুলো জেনে আপনার সামনে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানি যেমন সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন কোম্পানী গুগল এডসেন্স এবং অ্যানালিটিক্স এর সাথে আপনার সাইট ভিজিটের তথ্য এবং সাইটে আপনার বিহেভিয়ার এবং সাইটে প্রবেশ করানো আপনার ইনফরমেশন গুলো শেয়ার করে থাকি।
03. মর্ডান আইটির সকল কনটেন্ট সবার জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখার জন্য মর্ডান আইটিতে উপযুক্ত অথেনটিক একাউন্ট অথবা কোড ব্যবহার করতে হতে পারে।
মর্ডান আইটির কমেন্ট পলিসি
01. মর্ডান আইটির যেকোন প্ল্যাটফর্ম সেটা হতে পারে ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যদি কোন পোস্ট, ভিডিও অথবা পেজের ক্ষেত্রে আপনার কোন মন্তব্য করার থাকে তবে আপনি কেবলমাত্র সেই পোস্ট বা সেই সংশ্লিষ্ট বিষয়ে কোন কিছু জানার ইচ্ছা থাকলে তবে মন্তব্য করতে পারেন।
02. মর্ডান আইটির যে পোস্ট বা ভিডিও বা পেজে মন্তব্য করছেন সেই ভিডিও পোস্ট বা পেইজে সংশ্লিষ্ট বিষয়কে মাথায় রেখে আপনার ভালো লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক এবং নেতিবাচক সমালোচনা করে মন্তব্য করতে পারেন।
03. উপরে উল্লেখিত বিষয়গুলি ছাড়া আর অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না। মর্ডান আইটির কমেন্টে সকল ধরনের অশালীন এবং বিজ্ঞাপনমূলক তথ্য অশ্রাব্য এবং আক্রমণাত্মক কোন শব্দ ব্যবহার করা একদম নিষিদ্ধ।
04. আপনার অথবা অন্যান্য যারা আপনাদের মতামত এবং অভিযোগ বা প্রশ্ন জানাতে চান তারা মর্ডান আইটির যোগাযোগ পেজ ব্যবহার করতে পারেন।
মর্ডান আইটির নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে
আপনি মর্ডান আইটি প্লাটফর্মের (ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অফিস ইত্যাদি) যেকোনো অংশ ভিজিট করার মাধ্যমে মর্ডান আইটির সকল শর্ত, গোপনীয়তা নীতি, কমেন্ট পলিসি এবং সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ করছেন।
আপনি যদি মর্ডান আইটির কোন শর্ত, গোপনতা নীতি এবং নীতিমালার সাথে একমত পোষণ না করেন তাহলে মর্ডান আইটির সকল প্রকার সার্ভিস, কোর্স এবং সেবা থেকে নিজেকে বিরত রাখুন।
যেহেতু মর্ডান আইটির সকল সার্ভিস এবং কোর্সে লাইফ টাইম সাপোর্ট এবং ক্লায়েন্ট স্ট্যাটিসফেকশন গ্যারান্টি দেয়া হয় তাই আপনার অসন্তুষ্ট হয় এমন কোন শর্ত, গোপনতা নীতি ও নীতিমালার বিষয়ে আপনার কোন মতামত, প্রশ্ন এবং অভিযোগ থাকলে যোগাযোগ পেজ ব্যবহার করতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য
01. আইটি সমাজের প্রকাশিত সকল ধরনের কোর্স ফি এবং পেইড মেম্বারশিপ রয়েছে
এইসব ক্ষেত্রে কোর্সের পেইড মেম্বারশিপদের সাবস্ক্রিপশন চার্জ নির্ধারণের
ক্ষেত্রে আইটি সমাজের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
02. সকল ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আইটি সমাজ এডমিন প্যানেলের
সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে.
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url